শিল্প মন্ত্রণালয়ের জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পাচ্ছে ২৬ প্রতিষ্ঠান

দেশের ২৬টি প্রতিষ্ঠানকে ২০২০ সালের জন্য জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার প্রদান করা হবে। শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শিল্প মন্ত্রণালয় এ পুরস্কার দিচ্ছে। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য দিয়েছে বাংলা ট্রিবিউন।

এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) রবিবার (২৯ মে) হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কারের ট্রফি ও সনদ তুলে দেবেন। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন উপস্থিত থাকবেন।

৫ (পাঁচ) ক্যাটাগরির ২৬ প্রতিষ্ঠান ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ পাচ্ছে। অন্যদিকে একটি ব্যবসায়ী সংগঠনকে ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২০২০’ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here