
এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জসমূহ কার্যকরভাবে মোকাবেলা করার জন্য রপ্তানি বাজার সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে মন্ত্রিসভা সোমবার (৩০ মে) আঞ্চলিক বাণিজ্য চুক্তি (আরটিএ) নীতিমালা, ২০২২-এর বাংলা ও ইংরেজি সংস্করণের খসড়া অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে রপ্তানি বাজার সংরক্ষণ ও সম্প্রসারণের পাশাপাশি, বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অনেক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে হবে। তিনি বলেন, ‘আমরা আঞ্চলিক বাণিজ্য চুক্তির জন্য পদক্ষেপ নিয়েছি। তাই এর জন্য নীতিমালা গ্রহণ করা হয়েছে।’
বৈঠকে কূটনৈতিক, অফিসিয়াল, বিশেষ বা সার্ভিস পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতির বিষয়ে বাংলাদেশ ও ওমানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি অনুমোদনের প্রস্তাব অনুমোদন করা হয়।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল মোটর ভেহিকেল এগ্রিমেন্টের (বিবিআইএন-এমভিএ) অধীনে নেপাল ও বাংলাদেশের মধ্যে ট্রানজিট কার্গো পরিবহনের অপারেটিং পদ্ধতির বিষয়ে তার পূর্বের সিদ্ধান্ত বাতিল করে মন্ত্রিসভা নেপালকে ট্রানজিট সুবিধা প্রদানের প্রস্তাবও অনুমোদন করেছে।