দীর্ঘ দুই মাস পর বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম বন্দরের নগরী সাংহাই স্বাভাবিক জীবনে ফিরছে। গত ২৮ মার্চ শহরজুড়ে লকডাউন আরোপ করা হয়। এর ফলে বন্দরটির স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয় এবং বৈশ্বিক সাপ্লাই চেইনের ওপর নতুন করে চাপ তৈরি হয়।
সাংহাইয়ে সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ অনেকটাই কমেছে। এ কারণে গতকাল সোমবার শহরটির কর্তৃপক্ষ নাগরিকদের চলাচলের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ১ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
নগর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, ১ জুন থেকে চীনের জনবহুলতম শহরটিতে প্রকাশ্যে চলাচলের জন্য করোনা পরীক্ষার নিয়ম শিথিল করা হবে। জনসমাগমপূর্ণ জায়গায় চলাফেরা ও গণপরিবহন ব্যবহারের জন্য ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষায় নেগেটিভ হলেই চলবে। আগে এ সময়সীমা ছিল ৪৮ ঘণ্টা।
বাড়ি থেকে বের হওয়ার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালুর অনুমতি পেয়েছে সাংহাইবাসী। বুধবার থেকে শহরের ২৪০টি আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালু রাখার অনুমোদন পেয়েছে। এর আগে চলতি মাসে ৮৬৪টি প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়ার ছাড়পত্র পেয়েছে। লকডাউনের সময়ে শহরটির ১০ হাজারের বেশি ব্যাংকার ও ব্যবসায়ী অফিসেই অবস্থান করছিলেন। এখন তারা ঘরে ফেরার সুযোগ পাচ্ছেন। এছাড়া গত মাস থেকে শহরের অটোমোবাইল, জীববিজ্ঞান, কেমিক্যাল ও সেমিকন্ডাক্টর খাতের প্রতিষ্ঠানগুলো উৎপাদনে ফিরতে শুরু হয়েছে।
এদিকে চীনের রাজধানী বেইজিংয়ে করোনার প্রকোপ কমে যাওয়ায় সেখানেও ঘরে বসে কাজ করার বাধ্যবাধকতা তুলে নেওয়াসহ কিছু বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।