ইউক্রেনের মারিউপোল বন্দর থেকে ধাতব পাতবোঝাই একটি জাহাজ মঙ্গলবার রাশিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। রুশ সামরিক বাহিনী মারিউপোলের নিয়ন্ত্রণ গ্রহণের পর এই প্রথম কোনো জাহাজ শহরটির বন্দর থেকে যাত্রা করল। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী দলের নেতা দেনিস পুশিলিন এই তথ্য জানিয়েছেন।
এদিকে ইউক্রেন অভিযোগ করছে, রুশ সেনারা তাদের দেশের সম্পদ লুট করে রাশিয়ায় পাচার করছে। মারিউপোল থেকে ধাতব পাত বোঝাই করে রাশিয়ায় নিয়ে যাওয়ায় ঘটনা এই লুটপাটের জ্বলন্ত প্রমাণ।
মঙ্গলবার একটি মেসেজিং অ্যাপের মাধ্যমে দেনিস পুশিলিন জানান, ‘আজ ২ হাজার ৫০০ টন হট-রোলড শিট নিয়ে একটি জাহাজ মারিউপোল বন্দর ছেড়ে গেছে। জাহাজটির গন্তব্য রাশিয়ার রোস্তভ শহর।’
গত মাসেই মারিউপোল শহরের পূর্ণ নিয়ন্ত্রণ দখলে নেয় রুশ সেনারা। এই নিয়ন্ত্রণ গ্রহণ ইউক্রেনে আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি ক্রাইমিয়ার বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত অঞ্চলের সঙ্গে রাশিয়ার যোগাযোগ রক্ষায় কৌশলগত ভূমিকা রাখবে।
গত সপ্তাহে রাশিয়া জানায়, তারা মারিউপোল বন্দর থেকে মাইন অপসারণ সম্পন্ন করেছে এবং বন্দরটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।