সংবাদ সংক্ষেপ – জুন

ইউক্রেনের রপ্তানিমুখী গম পরিবহনে সহায়তা করবে কানাডা

চাহিদা অনেক বেশি এমন দেশগুলোয় রপ্তানির জন্য আটকে থাকা ইউক্রেনীয় গমের চালান পৌঁছে দিতে সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। ক্রস-বর্ডার ট্রান্সপোর্টেশনের জন্য সলিডারিটি লেন তৈরির যে প্রচেষ্টা চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), তার সঙ্গে সংহতি প্রকাশ করতে এই ঘোষণা দিল তারা।

রোমানিয়া ও কৃষ্ণ সাগরের অন্যান্য বন্দর থেকে ইউক্রেনের গম আনতে কার্গো জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে কানাডা। এরপর সেই গম তারা পৌঁছে দেবে মিশর ও লেবাননের মতো দেশগুলোয়।

বাহামায় দুটি বৃহদাকার ড্রাইডক নির্মাণ করছে চীনা কোম্পানি

গ্র্যান্ড বাহামা শিপইয়ার্ডের রিপেয়ারিং ও ওভারহলিং সক্ষমতা বাড়ানোর জন্য দুটি ভাসমান ড্রাইডক নির্মাণ করছে চীনের বেইহাই শিপবিল্ডিং কোম্পানি। চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের এই অঙ্গপ্রতিষ্ঠানটি সম্প্রতি ড্রাইডক দুটি নির্মাণের কার্যাদেশ পেয়েছে।

শিপইয়ার্ডটির প্রধান দুই বিনিয়োগকারী কার্নিভাল করপোরেশন ও রয়েল ক্যারিবিয়ান গ্রুপ যৌথভাবে ড্রাইডক দুটি নির্মাণের কার্যাদেশ দিয়েছে। এর মধ্যে একটি হবে ১ লাখ ২৫ হাজার টন লিফট ফ্লোটিং ডক। আরেকটি সক্ষমতা হবে ৯৩ হাজার ৫০০ টন।

নিলামে উঠছে ক্রিস্টাল ক্রুজেসের দুটি প্রমোদতরী

ক্রিস্টাল ক্রুজেসের দুটি সমুদ্রগামী প্রমোদতরী বিক্রি করে দেওয়া হচ্ছে। মূল কোম্পানি জেন্টিং হংকং যুক্তরাষ্ট্র থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর লিকুইডেশন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রমোদতরী দুটি বিক্রি করা হচ্ছে।

কমনওয়েলথ অব দ্য বাহামাসের সুপ্রিম কোর্ট কমার্শিয়াল ডিভিশন সম্প্রতি ক্রিস্টাল সিম্ফোনি ও ক্রিস্টাল সেরেনিটি বিক্রির আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করেছে। বর্তমানে জাহাজ দুটির ইন্সপেকশন কার্যক্রম চালু রয়েছে। ৭ জুন নাগাদ এগুলোর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এলএনজির চাহিদা পূরণে মার্কিননির্ভরতা বাড়ছে ইউরোপের

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা বাড়ছে ইউরোপের দেশগুলোর। রাশিয়ার বিকল্প উৎস হিসেবে দেশটি থেকে প্রতি মাসেই বিপুল পরিমাণ এলএনজি কিনছে ইউরোপ। গত মাসে যুক্তরাষ্ট্র থেকে সর্বাধিক এলএনজি কিনে শীর্ষ আমদানিকারকের তকমা ধরে রেখেছে অঞ্চলটি।

ইউরোপে প্রাকৃতিক গ্যাসের চাহিদার ৪০ শতাংশই পূরণ হয় রাশিয়া থেকে আমদানি করা গ্যাসের মাধ্যমে। কিন্তু ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে দেশটি থেকে গ্যাস আমদানি কমিয়ে এনেছে ইউরোপ।

পানামা ক্যানাল কনটেইনার টার্মিনাল নির্মাণে স্থবিরতা কাটছে

পানামা ক্যানাল কনটেইনার টার্মিনাল নির্মাণে জটিলতা অবশেষে কাটতে চলেছে। সম্প্রতি পানামা সরকার একটি বিনিয়োগ গ্রুপের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে।

পানামার কোলন শহরে বাস্তবায়নাধীন কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পটি বেশ পুরনো। আট বছর আগে এর কাজ শুরু হয়। তখন একটি চীনা কোম্পানি টার্মিনালটি নির্মাণের দায়িত্ব পায়। তবে ২০১৯ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর নতুন সরকার সেই চুক্তি বাতিল করে দেয়। চীনা কোম্পানিটি ৪০ শতাংশ কাজ সম্পন্ন করেছে।

১০ কোটি ডলারে তিনটি উইন্ড পোর্ট নির্মাণ করবে ম্যাসাচুসেটস

দ্রুত সম্প্রসারণমান গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ খাতকে সহায়তার জন্য তিনটি উইন্ড পোর্ট নির্মাণ করবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্য সরকার। এই কাজে ১০ কোটি ডলার বিনিয়োগ করবে তারা।

নতুন এই তিন উইন্ড পোর্ট নির্মাণ হবে অঙ্গরাজ্যটির নিউ বেডফোর্ড, সালেম ও সমারসেটে। উদীয়মান এই শিল্পে শীর্ষ অবস্থান নিশ্চিত করতেই এই বিনিয়োগ করছে রাজ্য সরকার। বর্তমানে ম্যাসাচুসেটসে ভিনিয়ার্ড উইন্ড নামের আরেকটি প্রকল্পের কাজ চলমান, যেটি ২০২৩ সালের শেষ নাগাদ বাণিজ্যিক উৎপাদনে যাবে।

দুই মাস পর কর্মচাঞ্চল্যে ফিরছে চীনের সাংহাই

দীর্ঘ দুই মাস পর স্বাভাবিক জীবনে ফিরতে চলেছে বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম বন্দর নগরী সাংহাই। করোনার সংক্রমণ ঠেকাতে গত ২৮ মার্চ শহরজুড়ে লকডাউন আরোপ করা হয়। এর ফলে বন্দরটির স্বাভাবিক কার্যক্রম বিঘিœত হয় এবং বৈশ্বিক সাপ্লাই চেইনের ওপর নতুন করে চাপ তৈরি হয়।

সাংহাইয়ে সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ অনেকটাই কমেছে। এ কারণে শহরটির কর্তৃপক্ষ ১ জুন থেকে নাগরিকদের চলাচলের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

সিঙ্গাপুরে দূষিত জ্বালানি এসেছিল ইউএই থেকে

সিঙ্গাপুরে মার্চে প্রায় ২০০ জাহাজে যে দূষিত জ্বালানি সরবরাহ করা হয়েছিল, তা সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে এসেছিল বলে জানিয়েছে মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি অব সিঙ্গাপুর (এমপিএ)।

এমপিএ জানিয়েছে, এই জ্বালানি ইউএইর খোর ফাক্কান বন্দরে একটি ট্যাংকারে লোড করা হয়েছিল। পরে আরও ব্লেন্ডিংয়ের জন্য এই জ্বালানি মালয়েশিয়ার তেনজং পেলেপাসের একটি ফ্লোটিং স্টোরেজ ফ্যাসিলিটিতে আনলোড করা হয়। পরে সেখান থেকে তা সিঙ্গাপুরের স্টোরেজ ফ্যাসিলিটিতে সরবরাহ করা হয়।

যুক্তরাষ্ট্রের গ্যাস উত্তোলন চাহিদা বৃদ্ধির পূর্বাভাস ইআইএর

অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ও উত্তোলন বাড়বে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে দেশটির এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের ড্রাই গ্যাস উত্তোলন বেড়ে দাঁড়াবে ৯ হাজার ৬৭১ কোটি ঘনফুট, আগামী বছর যা দাঁড়াবে ১০ হাজার ১৭১ কোটি ঘনফুট। এদিকে চলতি বছর গ্যাসের চাহিদা বেড়ে ৮ হাজার ৫৭৩ কোটি ঘনফুটে উন্নীত হতে পারে বলে ধারণা ইআইএর।

মাদক পাচারে সংশ্লিষ্টতার অভিযোগে বিভিআই প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের (বিভিআই) পোর্ট অব টরটোলা দিয়ে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচার চেষ্টার অভিযোগে দ্বীপটির প্রধানমন্ত্রী অ্যান্ডু ফাহিকে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়।

ফাহির বিরুদ্ধে ফেডারেল কোর্টে একটি মামলা চলমান রয়েছে। এতে বলা হয়েছে, ফাহি ও বিভিআই পোর্টস অথরিটির পরিচালক ওলিনভাইন মেনার্ড সম্প্রতি প্রায় ৩ হাজার কিলোগ্রাম কোকেন টরটোলা বন্দরে মজুদ ও সেগুলো যুক্তরাষ্ট্রে পরিবহনের বিষয়ে পাচারকারী একটি চক্রের সঙ্গে চুক্তি করেছেন।

শোর পাওয়ার বাধ্যতামূলক করতে সরকারের পদক্ষেপ চায় আইসিএস

যুক্তরাজ্যের বন্দরগুলোয় শোর পাওয়ার বাধ্যতামূলক করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ চেম্বার অব শিপিং (আইসিএস)।

২০৫০ সাল নাগাদ যুক্তরাজ্যের সমুদ্র পরিবহন খাতকে পুরোপুরি নিঃসরণমুক্ত করার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে আইসিএস, যেখানে এই সময়ে নিঃসরণ অর্ধেক কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও)। ২০৩০ সাল নাগাদ যেন যুক্তরাজ্যের সব বন্দরে বার্থিং করা জাহাজগুলো শোর পাওয়ার সুবিধা পায়, সেই বিষয়টি নিশ্চিত করতে চায় আইসিএস।

ইন্দোনেশিয়ার বাণিজ্য উদ্বৃত্তে রেকর্ড

বৈশ্বিক মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতায় মার্চে রেকর্ড রপ্তানি প্রবৃদ্ধি দেখেছিল ইন্দোনেশিয়া। এপ্রিলে দেশটির রপ্তানিমূল্য আরও বেড়েছে। একই সঙ্গে রেকর্ড উচ্চতায় উঠেছে বাণিজ্য উদ্বৃত্ত।

এপ্রিলে ইন্দোনেশিয়ার বাণিজ্য উদ্বৃত্ত বছরওয়ারি দ্বিগুণ বেড়ে ৭৫৬ কোটি ডলারে উন্নীত হয়েছে। আর আগের মাসের চেয়ে তা ৬৬ শতাংশ বেশি। আলোচ্য সময়ে দেশটির রপ্তানি হয়েছে ২ হাজার ৭৩২ কোটি ডলার, যা বছরওয়ারি ৪৭ দশমিক ৭৬ শতাংশ বেশি। আর আমদানি বছরওয়ারি ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ কোটি ডলারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here