ডিপি ওয়ার্ল্ডের পরিচালনাধীন জেবেল আলী বন্দর ও ইউএইতে সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে বড় অংকের বিনিয়োগ করতে যাচ্ছে কানাডার বৃহত্তম বেসরকারি পেনশন ফান্ড ব্যবস্থাপক সিডিপিকিউ। এই লক্ষ্যে একটি জয়েন্ট ভেঞ্চার গঠনের ঘোষণা দিয়েছে তারা, যেটি একাধিক পর্যায়ে মোট প্রায় ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে।
অবশ্য এর পুরোটাই এখন বিনিয়োগ করবে না সিডিপিকিউ। প্রাথমিকভাবে ২৫০ কোটি ডলার দিচ্ছে তারা। এর বিনিময়ে জেবেল আলী বন্দর, জেবেল আলী ফ্রি জোন ও ন্যাশনাল ইন্ডাস্ট্রিজ পার্কের প্রায় ২২ শতাংশ মালিকানা কিনে নেবে সিডিপিকিউ। চলতি বছরের দ্বিতীয় অথবা চতুর্থ প্রান্তিকেই এই বিনিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
দ্বিতীয় পর্যায়ের বিনিয়োগ হবে চলতি বছরের শেষ প্রান্তিকে। সে সময় অন্যান্য বিনিয়োগকারী এই জয়েন্ট ভেঞ্চারে ৩০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করে বাড়তি অংশীদারিত্ব কিনতে পারবে।
এই বিনিয়োগের ফলে ডিপি ওয়ার্ল্ডের পরিচালনাধীন তিনটি সম্পদের মোট এন্টারপ্রাইজ ভ্যালু বেড়ে দাঁড়াবে ২ হাজার ৩০০ কোটি ডলার।
সিডিপিকিউয়ের যাত্রা ২০১৬ সালের শেষের দিকে। এরই মধ্যে তারা ডিপি ওয়ার্ল্ডের পরিচালনাধীন বেশ কয়েকটি প্রকল্পে বিনিয়োগ করেছে। বর্তমানে চারটি মহাদেশে ১৮টি টার্মিনালে বিনিয়োগ রয়েছে তাদের।