বাজেটে ‘মেড ইন বাংলাদেশ’কে প্রাধান্য দিয়েছি: অর্থমন্ত্রী

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্যই ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় ল্যাপটপ, মোবাইল ফোন প্রভৃতি আমদানির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আমরা চাই ‘মেড ইন বাংলাদেশ’ এর পণ্যের চাহিদা বাড়ুক।”

শুক্রবার (১০ জুন) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তৃতায় এসব বলেন তিনি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গত বাজেট থেকেই একটি বিষয়ে গুরুত্ব দিয়েছি। সেটা হলো ‘মেড ইন বাংলাদেশ’। যদি দেশের ভেতরে কোয়ালিটি সম্পন্ন পণ্য উৎপাদিত হয়, তাহলে বিদেশ থেকে আনাটাকে আমরা ভালো দেখি না। বিদেশ থেকে পণ্য আমদানি করে আনাকে আমরা নিরুৎসাহিত করি।”

কৃষিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এবার প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। আর মূল্যস্ফীতির লাগাম টেনে ধরে ৫ দশমিক ৬ শতাংশে রাখতে চায় সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here