আবার ডুবোচরে আটকাল মায়েরস্কের জাহাজ, দুই ঘণ্টা পর মুক্ত

ছবির কৃতজ্ঞতা: মার্কিন কোস্ট গার্ড

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার ফোর্ট জ্যাকসনের কাছে স্যাভানাহ নদীতে মঙ্গলবার প্রায় ২ ঘণ্টা ধরে ডুবোচরে আটকা পড়েছিল মায়েরস্কের একটি কনটেইনার জাহাজ। সাতটি টাগবোটের সহায়তায় পরে জাহাজটিকে পুনরায় পানিতে ভাসানো হয়।

ডেনমার্কের পতাকাবাহী ১ হাজার ৯১ ফুট দীর্ঘ কনটেইনার জাহাজ মায়েরস্ক সুরাবায়া বর্তমানে একটি নিরাপদ স্থানে নোঙ্গর করে রয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পরিবেশ দূষণের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন কোস্ট গার্ডের মেরিন সেফটি ইউনিট স্যাভানাহ এই ঘটনার কারণ তদন্ত করে দেখছে।

জাহাজটি আটকা পড়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড ও পোর্ট পাইলটরা নৌপথটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। অবশ্য অল্প সময়ের জন্য আটকে থাকায় এই ঘটনার কারণে বাণিজ্যিক ট্রাফিকে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে কোস্ট গার্ড জানিয়েছে

এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিব্রতকর খবরের শিরোনাম হতে হলো মায়েরস্ক সুরাবায়াকে। গত বছর ১৫ লাখ ডলারের বড় অংকের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল জাহাজটি। সে সময় অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে একটি সুরক্ষিত অঞ্চলে নোঙ্গর ফেলেছিল সুরাবায়া। জাহাজটির নোঙ্গরের আঘাতে একটি সাবসি কমিউনিকেশন কেবল ছিঁড়ে গিয়েছিল। ওই ঘটনায় জাহাজের মাস্টারকে গ্রেপ্তার করেছিল অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here