মেক্সিকো উপসাগরে অফশোর প্লাটফর্মে জলদস্যুর হামলা

পেমেক্সের একটি অফশোর প্লাটফর্ম সম্প্রতি সশস্ত্র জলদস্যুদের হামলার শিকার হয়েছে। মেক্সিকো উপসাগরের দক্ষিণাঞ্চলীয় অংশ বে অব ক্যামপেচে-তে অবস্থিত পেমেক্সের রেবোমবেও পাম্পিং কমপ্লেক্সে এই হামলা চালানো হয়। জলদস্যুরা প্লাটফর্মটির ক্রুদের জিম্মি করে এবং তাদের তিনটি নৌকায় লুটের মালামাল তুলে দিতে বাধ্য করে।

প্লাটফর্মের কর্মীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, জনা দশেক সশস্ত্র জলদস্যু জোর করে পাম্পিং কমপ্লেক্সের একটি প্লাটফর্মে উঠে পড়ে। তারা প্রায় তিন ঘণ্টা অবস্থান করে এবং বিভিন্ন টুলস, সেলফ-কনটেইনড ব্রিদিং অ্যাপারেটাস (এসসিবিএ) ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় প্লাটফর্মটির কোনো ক্রুর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বে অব ক্যামপেচের বিভিন্ন অফশোর ফিল্ডের সঙ্গে ভূখণ্ডের রিসিভিং স্টেশনের সংযোগকারী গুরত্বপূর্ণ তিনটি পাইপলাইনের জন্য রিপাম্পিং স্টেশন হিসেবে কাজ করে রেবোমবেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here