রপ্তানি পণ্য নিয়ে পুনরায় যাত্রা শুরু করলো ‘এমভি হাইয়ান সিটি’

এমভি হাইয়ান সিটি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আরেকটি জাহাজের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত জাহাজ এমভি হাইয়ান সিটি মেরামতের পর পুনরায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। প্রায় দুই মাস পর জাহাজটি রপ্তানি পণ্য নিয়ে যাত্রা করায় সংশ্লিষ্টরা স্বস্তি প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে বন্দরের টাগবোট কাণ্ডারি-১ এবং কাণ্ডারি-৬ এর সহায়তায় জাহাজটি বন্দর চ্যানেল অতিক্রম করে।

গত ১৪ এপ্রিল চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার নিয়ে যাওয়ার সময় বহির্নোঙরের কুতুবদিয়া এলাকার কাছে এমটি ওরিয়ন এক্সপ্রেস জাহাজের সাথে সংঘর্ষ হয়েছিল জাহাজটির। এ সময় হাইয়ান সিটির পোর্ট সাইডে কার্গো হোল্ডে ছিদ্র হয়ে পানি ঢুকে ৭ ডিগ্রি কাত হয়ে যায়। পানি ঢোকায় ড্রাফট বেড়ে ১০ দশমিক ৭ মিটারে দাঁড়ায়। উপক্রম হয় ডুবে যাওয়ার। পরে বিশেষ ব্যবস্থায় জাহাজটি কুতুবদিয়া এলাকায় নোঙর করানো হয়।
এরপর ৪ মে বন্দরের টাগবোট ও অন্যান্য সহায়তাকারী জলযানের সহযোগিতায় জাহাজটি নিরাপদে বার্থিং করানো হয় কর্ণফুলী ড্রাইডক জেটিতে। এর আগে কর্ণফুলী ড্রাইডক জেটিতে কনটেইনার খালাসের কাস্টম পারমিট নেওয়া হয়। জেটি ১০ দশমিক ৭ মিটার ড্রাফটের উপযোগী ড্রেজিং করানো হয়। এখানেই জাহাজের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়।

১ হাজার ১৫৬টি রপ্তানি পণ্যবাহী কনটেইনার ছিল জাহাজটিতে, যার বাজার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। জাহাজটি উদ্ধার ও মেরামত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৮০০ কোটি টাকার রপ্তানি পণ্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করেছে। যা বন্দর কর্তৃপক্ষের অনন্য উদ্যোগ বলছেন ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here