নিষেধাজ্ঞার মধ্যেই বাংলাদেশ, আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশে গম রপ্তানি করেছে ভারত। সবমিলিয়ে এ পরিমাণ ১৮ লাখ টন। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
ভারতীয় সরকারের খাদ্য সচিব সুধাংশু পান্ডে বলেন, গত ১৩ মে গম রপ্তানি বন্ধ করে ভারত। এরপর থেকে এখন পর্যন্ত প্রতিবেশি দেশ বাংলাদেশসহ প্রায় ১২টি দেশে খাদ্যশস্যটি রপ্তানি করা হয়েছে।
গত ২৪ জুন জার্মানির রাজধানী বার্লিনে ‘বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ’ শিরোনামে মন্ত্রী পর্যায়ের এক সংবাদ সম্মেলন হয়। সেখানে তিনি এসব কথা বলেন।
সুধাংশু পান্ডে বলেন, বিশ্বে উদ্ভূত সঙ্কটকে সবসময় প্রাধান্য দিয়েছে ভারত। এমনকি প্রায় ১৩৮ কোটি মানুষকে খাওয়ানোর বাধ্যবাধকতা পূরণ করা হয়।
খাদ্য সচিব বলেন, এখানে ব্যাখ্যা করা প্রয়োজন কেন ভারত হুট করে গম রপ্তানি নিষিদ্ধ করল? দেশের অভ্যন্তরে মূল্য হ্রাসে খাদ্যশস্যটির মজুত এবং বিশ্বের দরিদ্র দেশগুলোতে সরবরাহ বজায় রাখতে এ পদক্ষেপ নেয়া দরকার ছিল।
তিনি বলেন, নিষেধাজ্ঞার পর চলতি বছরের ২২ জুন পর্যন্ত ১২টি দেশের উদ্দেশে ১৮ লাখ টন গম চালান করা হয়েছে। গত বছর বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ইসরায়েল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, ওমান, ফিলিপাইন, কাতার, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সুদান, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম ও ইয়েমেনে পাঠানোর গমের চেয়ে যা প্রায় ৪ গুণ বেশি।



