ছবিতে সংবাদ – জুলাই

ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধি দল ৫ জুন চট্টগ্রাম বন্দর সফর করে। এ উপলক্ষে বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ৬ জুন একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসে। এ সময় তারা বন্দরের সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

চট্টগ্রাম বন্দর কলেজের আধুনিকায়ন করা লাইব্রেরির উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। এ সময় বন্দরের পর্ষদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান ৭ জুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here