শোর-টু-শিপ বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সম্প্রতি ফ্রান্সের পোর্ট অব তুলোঁ কর্তৃপক্ষ ও এবিবির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুসারে বন্দরে আসা প্রমোদতরী ও ফেরিগুলোকে সেবা দেবে এবিবি শোর কানেকশন টেকনোলজি।
গ্লোবাল পোর্টস হোল্ডিংয়ের ৬২ শতাংশ শেয়ার কিনে নেওয়ার আলোচনা শুরু করেছে মেরিটারেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি)। বর্তমানে এই শেয়ার রয়েছে তুর্কির একটি কোম্পানির কাছে।
এবিএস, হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ ও রিপাবলিক অব দ্য মার্শাল আইল্যান্ডস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেটরের একটি যৌথ প্রকল্পের অধীনে পরবর্তী প্রজন্মের একটি আল্ট্রা লার্জ তরলীকৃত কার্বন ডাই-অক্সাইড ক্যারিয়ার নির্মাণ করা হচ্ছে।
নতুন একটি স্বয়ংচালিত জাহাজের নকশা তৈরির বিষয়ে সম্প্রতি এলআর ও স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
পুনর্বিমার কারণে গত বছর সুয়েজ খালে আটকা পড়া কনটেইনার জাহাজ এভার গিভেনের বিমা দাবি বাবদ ব্যয় বেড়ে ২০০ কোটি ডলারে উন্নীত হতে পারে বলে ধারণা করছে ফরাসি একটি বিমা কোম্পানি।
সম্প্রতি সিঙ্গাপুর সরকারের কাছ থেকে লাইসেন্স পাওয়ার পর নিজেদের বাংকার ফুয়েলের মাসিক বিক্রি ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ার আশা করছে সিনোপেক ফুয়েল অয়েল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড।
জর্ডানের আকাবা বন্দরে জাহাজে বোঝাই করার সময় একটি তরলীকৃত ক্লোরিন গ্যাসভর্তি ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ে ১২ জন প্রাণ হারিয়েছেন ও ২৬০ জন আহত হয়েছেন।
ক্রিস্টাল সিম্ফোনি ও ক্রিস্টাল সেরেনিটি প্রমোদতরী দুটির নিলাম প্রক্রিয়া সম্পন্ন করেছেন বাহামার সুপ্রিম কোর্ট। সিম্ফোনি বিক্রি হয়েছে আড়াই কোটি ডলারে। আর সেরেনিটির জন্য সর্বোচ্চ দরপ্রস্তাব এসেছে ১০ কোটি ৩০ লাখ ডলার।
সম্প্রতি নিউ ম্যাঙ্গালোর থেকে সুয়েজ খালের পথে রওনা হওয়ার পর দুর্ঘটনায় পড়ে ডুবতে বসা একটি কার্গো জাহাজের ১৫ নাবিককে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। তারা সবাই সিরীয় নাগরিক।
মে মাসে নিংবো ঝৌশানে কনটেইনার হ্যান্ডলিং আগের মাসের তুলনায় বেড়েছে ১০ শতাংশ। আলোচ্য মাসে বন্দরটিতে হ্যান্ডলিং হয়েছে ৩৩ লাখ টিইইউ কনটেইনার, এপ্রিলে যা ছিল ৩০ লাখ টিইইউ।
দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রান্সপোর্টের (এমওএলআইটি) সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ফলে আটদিন পর ধর্মঘট প্রত্যাহার করেছেন দেশটির ইউনিয়নভুক্ত ট্রাক চালকরা।
সুদানের লোহিত সাগরের সুয়াকিন বন্দরের কাছে প্রায় ১৬ হাজার ভেড়া নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। জাহাজটির ক্রুদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ধারণক্ষমতার দ্বিগুণ পশু বহন করাকে এই দুর্ঘটনার কারণ হিসেবে দাবি করা হচ্ছে।