চলতি বছরের শেষ নাগাদ দুবাইয়ের সার্বিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় নবায়নযোগ্য শক্তির হিস্যা ১৪ শতাংশে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এ হার রয়েছে ১১ দশমিক ৫ শতাংশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে নবায়নযোগ্য শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকে ঝুঁকছে দুবাই।
দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটির (ডিইডব্লিউএ) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সাইদ আল তায়ের বলেন, দুবাইয়ের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২৫ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করা। পাশাপাশি ২০৫০ সাল নাগাদ শতভাগ নবায়নযোগ্য শক্তি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে দুবাইয়ের।
বর্তমানে দুবাইয়ের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৪ দশমিক ১১ গিগাওয়াট। এর মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ রয়েছে ১ দশমিক ৬২ গিগাওয়াট।