এশিয়ায় রাশিয়ার তেলের চাহিদা বাড়ছে

গত দুই মাসে নিজেদের উরালস গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেলের গুণগত মানোন্নয়ন করেছে রাশিয়া। তেলটিকে আরও বেশি লাইট অ্যান্ড সুইট (কম ঘনত্বের ও দশমিক ৫ শতাংশের কম সালফারযুক্ত) করার কারণে এশিয়ার ক্রেতাদের কাছে এর চাহিদা বেড়েছে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও এশিয়া তেল আমদানি বন্ধ করেনি। বরং চীন, ভারতসহ এই অঞ্চলের বড় অর্থনীতির দেশগুলোয় রাশিয়ার তেলের চাহিদা বাড়ছে।

রাশিয়ার বাল্টিক ও কৃষ্ণ সাগরীয় বন্দরগুলো দিয়ে রপ্তানির প্রধান গ্রেড ছিল উরালস ক্রুড। ইউক্রেনে অভিযান শুরুর আগ পর্যন্ত দেশটি ইউরোপের বাজারে এই গ্রেডের বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি রপ্তানি করত।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত দুই মাসে সালফারের উপস্থিতি কমে যাওয়া ও উচ্চমাত্রার এপিআই গ্রাভিটির কারণে রাশিয়ার উরালস ক্রুডের লাইটনেস ও সুইটনেসের মাত্রা বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here