আন্তর্জাতিক বাজারে গ্যাসোলিন ও ডিজেলের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। জ্বালানি ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপ ও এশিয়ার দেশগুলো। বাজারে চলমান সংকট ও ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটি তাদের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ (এসপিআর) থেকে ইউরোপ ও এশিয়ার দেশগুলোয় উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল রপ্তানি করেছে।
সাধারণত জ্বালানি সংকট মোকাবিলা ও স্থানীয় বাজারের মূল্য নিয়ন্ত্রণে এসপিআর থেকে জ্বালানি তেল সরবরাহ করে যুক্তরাষ্ট্র। তবে সংকটকালীন পরিস্থিতিতে স্থানীয় বাজারের পাশাপাশি এখন পর্যন্ত এশিয়া ও ইউরোপে ৫০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে তারা। এর আগে এসপিআর থেকে এত বিপুল পরিমাণ তেল আর কখনও রপ্তানি করেনি যুক্তরাষ্ট্র।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে এসপিআর থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল করে জ্বালানি তেল সরবরাহ করেছে দেশটি। এতে গত মাসে তাদের এসপিআরের পরিমাণ কমে ১৯৮৬ সালের পর সর্বনিম্নে নেমে এসেছে।