যুক্তরাষ্ট্রের ফেরি সার্ভিসের উন্নয়নে ৩০ কোটি ডলার তহবিল সহায়তা

অবকাঠামোগত উন্নয়নে বিপুল পরিমাণে বিনিয়োগ করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার। এরই অংশ হিসেবে দেশটির বিভিন্ন অঞ্চলের ফেরি সার্ভিসের উন্নয়নে ৩০ কোটি ডলার বরাদ্দ করার ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষ করে নিঃসরণমুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার কাজে এই অর্থ কাজে লাগানো হবে।

বাইডেন প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রানজিট অ্যাডমিনিস্ট্রেশন দুটি প্রতিযোগিতামূলক ভর্তুকি কর্মসূচি চালু করবে। এছাড়া ফেরি সার্ভিস-সম্পর্কিত প্রকল্পগুলোয় সহায়তার জন্য তৃতীয় একটি কর্মসূচিও পরিচালনা করা হবে।

এই তহবিল সহায়তার বড় একটি অংশ পাবে রুরাল ফেরি সার্ভিস। এই সহায়তার অর্থ দিয়ে নতুন কিছু ফেরিও নির্মাণ করা হবে, যার মাধ্যমে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের জাহাজনির্মাণ শিল্পও উপকৃত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here