ফারো আইল্যান্ডের বার্ষিক উৎসব গ্রিন্ডাড্র্যাপ চলাকালে ডলফিন শিকারের পরিমাণ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গত বছর এই উৎসবে প্রায় দেড় হাজার ডলফিন মারা যাওয়ার পর সর্বমহল থেকে আসা সমালোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংক্ষেপে গ্রিন্ড নামে পরিচিত এই উৎসবে ফারোবাসী নৌকায় করে তিমি ও ডলফিনকে তাড়া করে উপসাগরের অগভীর অংশে নিয়ে যায় এবং সেখানে তাদের শিকার করে। কয়েকশ বছর ধরে দেশটিতে ঐতিহ্যবাহী এই উৎসব চলে আসছে। তবে আগে কেবল পাইলট তিমিই শিকার করা হতো। সরকারের নতুন সিদ্ধান্ত এই জাতের তিমির ক্ষেত্রে কার্যকর হবে না।
প্রাণী অধিকার নিয়ে আন্দোলনকারীরা অনেকদিন ধরেই এই কার্যক্রমকে হিংস্র ও অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে এর বিরোধিতা করে আসছেন। তারা এই উৎসবকে নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণের জন্য একটি পিটিশন দায়ের করেছেন, যেখানে এখন পর্যন্ত ১৩ লাখ স্বাক্ষর জমা পড়েছে।
সম্প্রতি ফারো সরকার ঘোষণা দিয়েছে, তারা আগামী দুই বছরের জন্য হোয়াইট-সাইডেড ডলফিন শিকারের বার্ষিক পরিমাণ ৫০০-তে সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সংখ্যা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নির্ধারিত। স্থায়ীভাবে ডলফিন শিকারের পরিমাণ কত নির্ধারণ করা যায়, সেই বিষয়টি খতিয়ে দেখা ও পরামর্শ দেওয়ার জন্য নর্থ আটলান্টিক মেরিন ম্যামাল কমিশনের সায়েন্টিফিক কমিটিকে নির্দেশ দিয়েছে সরকার।