সাত দিনে সাড়ে আট হাজার কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা

ঈদ-উল আযহার ছুটির আগের এক সপ্তাহে (সাত দিনে) ৯০ কোটি ৯৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আন্তব্যাংক মুদ্রাবাজারের বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৯৩ টাকা ৪৫ পয়সা) টাকার অঙ্কে সাত দিনের এই রেমিট্যান্সের পরিমাণ সাড়ে আট হাজার কোটি টাকা। অর্থাৎ গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে এক হাজার ২১৪ কোটি টাকার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনও এক সপ্তাহে এত রেমিট্যান্স দেশে আসেনি।

এদিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) প্রায় ২ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পরও রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের ওপরে অবস্থান করছে।

উল্লেখ্য, বাজারে ডলারের ব্যাপক চাহিদা থাকায় ব্যাংকগুলো আন্তব্যাংক মুদ্রাবাজারের দরের চেয়েও বেশি দামে রেমিট্যান্স দেশে আনছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here