চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেড ও শেডের বাইরে দীর্ঘদিন পড়ে থাকা আমদানি পণ্য দ্রুত খালাস নিতে আমদানিকারকদের অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী ২০ জুলাইয়ের মধ্যে পণ্য খালাসে প্রত্যাশিত গতি না আসলে ২৫ জুলাই থেকে চারগুণ স্টোর রেন্ট বা গুদাম ভাড়া আরোপ করা হবে। মঙ্গলবার (১২ জুলাই) পরিচালক (পরিবহন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানির পর দীর্ঘসময় পেরিয়ে গেলেও বন্দর থেকে আমদানিকারকরা পণ্য খালাস করছেন না। শেডের প্রায় পুরো জায়গা পণ্যে পরিপূর্ণ হয়ে আছে। ফলে নতুন পণ্য আনস্টাফিং করা যাচ্ছেনা। বাধাগ্রস্ত হচ্ছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। এতে বহির্নোঙরে অবস্থান করা জাহাজের অপেক্ষমাণ সময় বৃদ্ধি পাচ্ছে। যা বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের সুনাম ক্ষুন্ণ করবে।
এমন পরিস্থিতিতে, আগামী ২০ জুলাই পর্যন্ত পণ্য খালাস পর্যবেক্ষণ করে, পণ্য খালাসে প্রত্যাশিত গতি না আসলে ২৫ জুলাই থেকে চারগুণ স্টোর রেন্ট বা গুদাম ভাড়া আরোপ করা হবে। রেগুলেশন্স ফর ওয়ার্কিং চিটাগং পোর্ট (কার্গো অ্যান্ড কনটেইনার) ২০০১ এর ১৬০ ধারা অনুযায়ী এ ভাড়া আরোপ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।