পাঁচ মাসের মধ্যে চীনের রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি

লকডাউন প্রত্যাহারের পর গতি ফিরেছে চীনের কারখানাগুলোর উৎপাদন কার্যক্রমে। এর সুবাদে জুনে দেশটির রপ্তানি বেড়েছে পাঁচ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে। তবে গত মাসে দেশটির আমদানির গতি কিছুটা শ্লথ হয়েছে।

চীনের রপ্তানি বৃদ্ধিকে সাপ্লাই চেইনের স্থবিরতা কেটে যাওয়ার ক্ষেত্রে বড় এক অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কঠোর লকডাউন আরোপের ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির বন্দর কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছিল। রপ্তানি বেড়ে যাওয়ার অর্থ হলো সেই স্থবিরতা কেটে যেতে শুরু করেছে।

জুনে চীনের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৭ দশমিক ৯ শতাংশ। গত জানুয়ারির পর থেকে রপ্তানি বৃদ্ধির হার এটাই সর্বোচ্চ। এ সময়ের জন্য বিশ্লেষকরা ১২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। মে মাসে বছরওয়ারি ১৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল দেশটির রপ্তানিতে।

জুনে চীনের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে মাত্র ১ শতাংশ। মে মাসে বছরওয়ারি প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ১ শতাংশ। আর বিশ্লেষকদের ধারণা ছিল ৩ দশমিক ৯ শতাংশ আমদানি প্রবৃদ্ধির।

গত মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৯ হাজার ৭৯৪ কোটি ডলার, যা রেকর্ড সর্বোচ্চ। মে মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৭ হাজার ৬৭৬ কোটি ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here