আগামী এক বছরের মধ্যে চামড়া রপ্তানির আন্তর্জাতিক সনদ পেলেই রপ্তানিকারকরা তাদের চামড়া বিদেশে বিক্রি করতে পারবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে শেরপুর জেলা শহরের খরমপুর মহল্লায় বিভিন্ন চামড়া ক্রয় কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় সচিব বলেন, এ বছর সরকার গত কয়েক বছরের তুলনায় চামড়া ব্যবস্থাপনা খুবই ভালো রেখেছে, দামও অন্যান্য বছরের তুলনায় বেশি নির্ধারণ করা হয়েছে। তবে যারা দাম ভালো পায়নি বলে দাবি করেছেন তাদের চামড়ায় মাংস থাকায় তা পরিষ্কারের জন্য বাড়তি খরচ করতে হয়েছে।
তিনি বলেন, চামড়া যাতে অবৈধ পথে বিদেশে না চলে যেতে পারে সেজন্য সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন পরিবেশগত কারণে আন্তর্জাতিকভাবে আমরা চামড়া রপ্তানির সনদ পাইনি।