নিজেদের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ১ হাজার ১৪৬ কোটি ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কনটেইনার শিপিং কোম্পানি এইচএমএম। সম্প্রতি কোম্পানিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
২০২৬ সাল নাগাদ কনটেইনার পরিবহন সক্ষমতা বিদ্যমান ৮ লাখ ২০ হাজার টিইইউ থেকে বাড়িয়ে ১২ লাখ টিইইউতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এইচএমএম। এছাড়া নিজেদের বহরে বাল্ক ক্যারিয়ারের সংখ্যা ২৯ থেকে বাড়িয়ে ৫৫-তে নিয়ে যেতে চায় তারা।
বিশ্বজুড়ে বন্দরগুলোয় চলমান জট সংকটের মধ্যেই এই সম্প্রসারণের ঘোষণা দিল এইচএমএম। লজিস্টিকস খাতের নির্বাহীরা ধারণা করছেন, শিগগিরই এই জট দূর হওয়ার সম্ভাবনা নেই। অন্তত আগামী বছরেও কিছুদিন এই সংকট অব্যাহত থাকবে।
এইচএমএম ২০১৬ সালে দক্ষিণ কোরীয় কনগ্লোমারেট হুন্দাই গ্রুপ থেকে পৃথক হয়।