জুনে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রিতে শক্তিশালী পুনরুদ্ধার লক্ষ করা গেছে। অন্যদিকে গত মাসে দেশটির শিল্পোৎপাদন কার্যক্রম টানা দ্বিতীয় মাসের মতো কমেছে।
মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, জুনে দেশটির খুচরা বিক্রি আগের মাসের তুলনায় ১ শতাংশ বেড়েছে। মে মাসে এই বিক্রি শূন্য দশমিক ১ শতাংশ কমেছিল। মাসিক ভিত্তিতে তো বেড়েছেই, বছরওয়ারি হিসাবেও জুনে খুচরা বিক্রি ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
সেবা খাতে গত মাসে বার ও রেস্তোরাঁয় খুচরা বিক্রি ১ শতাংশ বেড়েছে। অনলাইন স্টোরের বিক্রি ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। তবে পোশাক, নির্মাণ সামগ্রী ও গার্ডেনিং সরঞ্জামের বিক্রিতে পতন হয়েছে।
এদিকে খুচরা বিক্রি শক্তিশালী অবস্থানে থাকা সত্তে¡ও যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত দুর্বল রয়ে গিয়েছে। গত মাসে দেশটির কারখানাগুলোর উৎপাদন শূন্য দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন সংকুচিত হলো।