রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার

পণ্য রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

চলতি ২০২২-২৩ অর্থবছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৫ বাজার ৮০০ কোটি মার্কিন ডলার বা ৫৮ বিলিয়ন নির্ধারণ করেছে সরকার। আর সেবা খাতের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০০ কোটি বা ৯ বিলিয়ন ডলার।

বুধবার (২০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য ও সেবা মিলিয়ে ২০২১-২২ অর্থবছরে রপ্তানিতে আয় হয়েছে ৬০ বিলিয়ন ডলার। এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বাড়িয়ে ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

রপ্তানি প্রবৃদ্ধি অর্জনের গতিধারা, পণ্য ও বাজার সম্প্রসারণে সরকারের দেওয়া আর্থিক সুবিধা, রাশিয়া-যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্ববাণিজ্যের সাম্প্রতিক গতিধারা, দেশে করোনার প্রভাব, রপ্তানি সম্ভাবনাময় পণ্য ও সেবা খাতের বিকাশ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ সালে লক্ষ্যমাত্রা ছিল ৫১ বিলিয়ন ডলার। এর বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৬০ বিলিয়ন ডলারের বেশি। বৈশ্বিক বাজার চীন থেকে কিছুটা সরে যাওয়ার কারণে এটা হয়েছে। এ ছাড়া করোনার কারণে দুই বছর মানুষ সাশ্রয়ী ছিল। দুই বছর পর করোনা অনেকটা স্তিমিত হওয়ায় মানুষের মধ্যে কেনাকাটার প্রবণতা তৈরি হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‌করোনার প্রকোপ আবার বাড়ছে। পাশাপাশি এবার ব্যাপকভাবে তাপপ্রবাহ চলছে। সেটাও একটা চাপ তৈরি করেছে। আজকে আমেরিকা, যুক্তরাজ্যসহ সারাবিশ্বে মূল্যস্ফীতি বেশ এলার্মিং। আমাদের তুলনায় তাদের অবস্থা আরও খারাপ। এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে যে, একটা নেগেটিভ ইফেক্ট পড়তে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here