বে ক্রসিংয়ের অনুমোদন নেই এমন জাহাজ বরাদ্দ না দিতে ওয়াটার ট্রান্সপোর্ট সেলকে (ডব্লিউটিসি) নির্দেশনা দিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। ১৯ জুলাই নৌপরিবহন অধিদপ্তর এ নির্দেশনা দেয়।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা থেকে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে অপেক্ষাকৃত ছোট জাহাজ (লাইটার ভেসেল) করে দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিবহন করা হয়। এসব জাহাজের শিডিউল নির্ধারণ করে বরাদ্দ দেয় ওয়াটার ট্রান্সপোর্ট সেল। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বে ক্রসিংয়ের অনুমোদন বা সমুদ্রে চলাচলে জাহাজের সক্ষমতা থাকা বাধ্যতামূলক। অনুমোদনহীন অনেকগুলো জাহাজ পণ্য পরিবহন করছে এমন অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নৌদুর্ঘটনায় বে ক্রসিংয়ের অনুমোদন না থাকার কারণে ক্ষতিগ্রস্ত পণ্যের আমদানিকারক বা মালিকপক্ষ ক্ষতিপূরণ পাননি। কারণ বে ক্রসিংয়ের অনুমোদন নেই এমন পণ্যবাহী জাহাজ দুর্ঘটনায় পতিত হলে বীমাকারী প্রতিষ্ঠান দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নির্দেশনায় বে ক্রসিংয়ের অনুমোদন না থাকলে জাহাজ বরাদ্দ দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।