বাহামা উপকূলে নৌকা উল্টে ১৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

উল্টে যাওয়া নৌকার খোলের ওপর বসে আছেন জীবিত কয়েকজন আরোহী। ছবি: রয়টার্স

আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে বাহামা উপকূলে হাইতির অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একটি শিশু রয়েছে। এছাড়া উল্টে যাওয়া নৌকা ধরে ভাসতে থাকা ২৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অভিবাসনপ্রত্যাশীরা একটি স্পিডবোটে করে যুক্তরাষ্ট্রের মায়ামি উপকূলের দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে সম্ভবত ৬০ জনের বেশি আরোহী ছিল। অনেক আরোহী এখনো নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাহামার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপের উপকূল থেকে ১১ কিলোমিটার দূরবর্তী স্থানে নৌকাটি উল্টে যায়। জীবিতদের দেওয়া তথ্যে জানা গেছে, এই নৌযাত্রার জন্য তারা তিন থেকে আট হাজার ডলার দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here