লেবার কনভেনশন না মানায় ট্যাংকারকে সাময়িক নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া

নাবিকদের বেতন কম দেওয়াসহ অন্যান্য অসদাচরণের কারণে লাইবেরিয়ার পতাকাবাহী একটি অয়েল ট্যাংকারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ)।

সংস্থাটি বলেছে, সেন্ট্রাল কুইন্সল্যান্ডের গ্ল্যাডস্টোন পোর্টে এজি নেপচুন নামের ট্যাংকারটিতে পরিদর্শন চালায় তারা। মেরিটাইম লেবার কনভেনশনের (এমএলসি) কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়ার পর ১৭ জুন এই পরিদর্শন চালায় সংস্থাটি। এ সময় তারা দেখতে পায়, ট্যাংকারটির ২১ নাবিকের সঙ্গে কর্মচুক্তির শর্তগুলো লঙ্ঘন করা হয়েছে। সম্মিলিতভাবে ক্রু সদস্যদের ১ লাখ ২৩ হাজার অস্ট্রেলীয় ডলার পাওনা রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।

এছাড়া ট্যাংকারের ক্রুদের যে খাবার ও পানি সরবরাহ করা হয়েছে, সেগুলোর গুণগত মান, পরিমাণ ও পুষ্টিগুণ প্রয়োজনীয় মাত্রায় নেই বলেও প্রমাণ পান পরিদর্শকরা। শুধু তাই নয়, একজন নাবিক জাহাজে দায়িত্বরত অবস্থায় আহত হলেও তাকে পর্যাপ্ত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দেওয়া হয় না বলে প্রতীয়মান হয়।

এমএলসির এসব শর্ত লঙ্ঘনের দায়ে ট্যাংকারটিকে আটক করেছে এএমএসএ। এছাড়া পরিচালনাকারী কোম্পানিকে নির্দেশ দিয়েছে ক্রুদের বকেয়া পরিশোধ এবং এমএলসি অনুযায়ী যেসব জায়গায় ঘাটতি রয়েছে, সেগুলো পূরণ করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here