২০১৮-১৯ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে ৭২ প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’র জন্য নির্বাচন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে এ তথ্য দিয়েছে চ্যানেল ২৪।
এ বছর সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে রিফাত গার্মেন্টস লিমিটেড। তৈরি পোশাক (ওভেন) খাতে খাতে স্বর্ণপদক পাচ্ছে রিফাত গার্মেন্টস লিমিটেড, রৌপ্য পদক পাচ্ছে এ কে এম নিটওয়্যার লিমিটেড এবং ব্রোঞ্জপদক পাচ্ছে অনন্ত অ্যাপারেলস লিমিটেড।
এ ছাড়া তৈরি পোশাক (নিটওয়ার) খাতে স্বর্ণপদক পাচ্ছে জি এম এস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রৌপ্য পদক স্কয়ার ফ্যাশনস এবং ব্রোঞ্জ পদক পাচ্ছে ফোর এইচ ফ্যাশনস লিমিটেড।