চলতি বছরের প্রথমার্ধে নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে কার্গো হ্যান্ডলিং বছরওয়ারি শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে বন্দরটিতে কার্গো হ্যান্ডলিং হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩ কোটি ১৬ লাখ টন।
প্রথমার্ধে রটারডাম দিয়ে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন বেড়েছে। তবে তেলজাত অন্যান্য পণ্যের হ্যান্ডলিং কমেছে। এছাড়া আকরিক লোহা, কৃষিজ পণ্য ও কনটেইনার হ্যান্ডলিংয়েও পতন দেখা গেছে।
কার্গো পরিবহনে প্রবৃদ্ধি দেখার পাশাপাশি আর্থিকভাবেও ভালো সময় কাটিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রথমার্ধে বন্দরের আয় ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪১ কোটি ২২ লাখ ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে পরিচালন ব্যয় কমেছে ২ দশমিক ৪ শতাংশ।