ইউক্রেন ছেড়ে গেল খাদ্যশস্যবোঝাই প্রথম জাহাজ

খাদ্য সংকটে ভুগতে থাকা দেশগুলো স্বস্তির এক খবর পেল আজ। রাশিয়ার অভিযান শুরুর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক নিলাম চুক্তির অধীনে খাদ্যশস্যবোঝাই কোনো জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়ল। আজ সোমবার (১ আগস্ট) সকালে দেশটির ওডেসা বন্দর থেকে ২৬ হাজার টন ভুট্টা বোঝাই করে লেবাননের পথে রওনা দিয়েছে রাজোনি নামের সিয়েরা লিওনের পতাকাবাহী একটি জাহাজ।

তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য পরিবহনের সুযোগ দিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি স্বাক্ষরের দিন দশেকের মধ্যে এই উদ্যোগ দেখা গেল। এতে করে বিশ্বজুড়ে চলমান খাদ্যসংকট কিছুটা হলেও শিথিল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই কৃষ্ণ সাগরের উপক’লীয় বন্দরগুলো অবরোধ করে রেখেছিল রুশ বাহিনী। এরপর ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলশ্রুতিতে দেশটির সাইলোগুলোয় বিপুল পরিমাণ খাদ্যশস্যের মজুদ জমা হয়।

জাহাজটির ওডেসা বন্দর ছাড়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে রাশিয়া। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আশা করছে, শিগগিরই এমন আরও কয়েকটি জাহাজকে ইউক্রেনের বন্দর ছাড়তে দেখা যাবে।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দেশটির বন্দরে খাদ্যশস্য বোঝাই ১৭টি জাহাজ সাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। নিরাপত্তার নিশ্চয়তা পেলেই মোট ৬ লাখ টন শস্য নিয়ে রওনা হবে সেগুলো।

গত ২২ জুলাই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়, যে কাজে মধ্যস্থতা করেছে জাতিসংঘ ও তুরস্ক। ইস্তাম্বুলে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় রাশিয়া কৃষ্ণসাগরে তাদের অবরোধ শিথিল করবে, যেন ইউক্রেন থেকে জাহাজে করে খাদ্য রপ্তানি করা সম্ভব হয়। তুরস্ক বলছে, এই চুক্তির ফলে শুধু ইউক্রেন নয়, বরং কৃষ্ণসাগর দিয়ে রাশিয়ার খাদ্য রপ্তানিও সহজ হবে।

উল্লেখ্য, বৈশ্বিক গম সরবরাহে রাশিয়া ও ইউক্রেন গুরুত্বপূর্ণ অংশীদার। আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল এই দুই দেশের খাদ্যশস্য রপ্তানির ওপর অনেকাংশে নির্ভরশীল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here