প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ২৮ জুলাই চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান সহ মন্ত্রণালয় ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে ২৮ জুলাই। এতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, নৌপরিবহন সচিব, জাতীয় নিরাপত্তা সংস্থার মহাপরিচালক ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ১০ জুলাই পবিত্র ঈদুল আজহার দিন বন্দর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ১০ জুলাই পবিত্র ঈদুল আজহার দিন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় কর্তব্যরত পোর্ট সিকিউরিটির কর্মকর্তা, সদস্য ও আনসার সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং উন্নতমানের খাবার বিতরণ করেন। এ সময় পর্ষদ সদস্যবৃন্দ ও পরিচালক (নিরাপত্তা) উপস্থিত ছিলেন।

সৌদি আরবের টার্মিনাল অপারেটিং প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনালের একটি প্রতিনিধি দল ৫ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পর্ষদ সদস্য মো. জাফর আলম ও পরিচালক (পরিবহন) এনামুল করিম উপস্থিত ছিলেন।