আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে বাহামা উপকূলে হাইতির অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা উল্টে গিয়ে শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আগামী পাঁচ বছরে ১ হাজার ১৪৬ কোটি ডলার বিনিয়োগ করবে এইচএমএম। ২০২৬ সাল নাগাদ কনটেইনার পরিবহন সক্ষমতা ১২ লাখ টিইইউতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে কোম্পানির।
স্বাধীন ট্রাক ড্রাইভারদের অবরোধের কারণে এক সপ্তাহ বন্ধ ছিল ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড বন্দরের কার্যক্রম। নতুন আইন এবিফাইভ-এর বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে বন্দরের ফটক অবরোধ করেছিল ট্রাক ড্রাইভাররা।
প্রথমার্ধে নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ টন, যা আগের বছরের একই সময়ের ২৩ কোটি ১৬ লাখ টনের তুলনায় শূন্য দশমিক ৮ শতাংশ বেশি।
বাণিজ্যিক সেবা শুরু করেছে রাশিয়ার প্রথম আধুনিক ক্রুজ শিপ অস্টোরিয়া গ্র্যান্ডে। গত ১৬ জুলাই জাহাজটি কৃষ্ণসাগরের তীরবর্তী সোচি বন্দর থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা করেছে।
ওরেগনের অ্যাস্টোরিয়ায় কলাম্বিয়া নদীতে একশ বছরের পুরনো একটি প্যাসেঞ্জার ফেরি ডুবে গেছে। ট্যুরিস্ট নাম্বার টু নামের ফেরিটি সার্ভিসের বাইরে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চলতি বছরের প্রথমার্ধে ইতালির জাহাজনির্মাতা ফিনক্যান্তিয়েরির নিট লোকসান হয়েছে ২৩ কোটি ৭০ লাখ ডলার। এদিকে নতুন জাহাজ সরবরাহের মাধ্যমে নিজেদের ঋণের বোঝা কমানোর পরিকল্পনা করছে কোম্পানিটি।
গুয়াংঝু শিপইয়ার্ড সম্প্রতি এক জোড়া নতুন প্রযুক্তির জাহাজ সরবরাহ করেছে। এর মধ্যে একটি বিশ্বের প্রথম এলএনজি ডুয়েল ফুয়েল সুয়েজম্যাক্স ট্যাংকার, আরেকটি চীনে নির্মিত দ্বিতীয় মিথানল-চালিত জাহাজ।
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জাহাজ নির্মাণ সক্ষমতা বাড়াতে সম্প্রতি একটি টেকনিক্যাল সার্ভিস এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম ইন্ডাস্ট্রিজ (আইএমআই) ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ (এইচএইচআই)।
ইন্দোনেশিয়ার জলসীমায় অবৈধভাবে নোঙর করার দায়ে গত মে মাসে আটক পানামার পতাকাবাহী একটি অয়েল ট্যাংকারের ক্যাপ্টেনকে ১৫ দিনের কারাদ- ও ১৩ হাজার ৩৫০ ডলার অর্থদ- দেওয়া হয়েছে।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে নিজেদের ইঙ্গলস শিপবিল্ডিং ডিভিশনে ২ হাজারের বেশি পূর্ণকালীন কর্মী নিয়োগ দেবে হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ (এইচআইআই)। সম্প্রতি কোম্পানিটি এই ঘোষণা দিয়েছে। দুই বছর আগে লেবাননের বৈরুত বন্দরে জব্দকৃত অ্যামোনিয়াম নাইট্রেটের যে চালানের গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, সেই কার্গো পরিবহনকারী জাহাজটির ভাড়াকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে মার্কিন আদালতে।