কানাডা শিপইয়ার্ড ও ফেরি সার্ভিসের উন্নয়নে যুক্তরাষ্ট্রের তহবিল সহায়তা
যুক্তরাষ্ট্রের ১৯টি রাজ্যের ২৪টি ক্ষুদ্র শিপইয়ার্ডের উন্নয়নে ১ কোটি ৯৬ লাখ ডলার তহবিল সহায়তা ঘোষণা করেছে মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (এমএআরএডি)। স্মল শিপইয়ার্ড গ্র্যান্ট প্রোগ্রামের অধীনে এই অর্থ সহায়তা দিচ্ছে সংস্থাটি। এসব শিপইয়ার্ডের মধ্যে অনেকগুলো পরিচালিত হচ্ছে পারিবারিক উদ্যোগে।
এদিকে দেশটির বিভিন্ন অঞ্চলের ফেরি সার্ভিসের উন্নয়নে ৩০ কোটি ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। বিশেষ করে নিঃসরণমুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার কাজে এই অর্থ লাগানো হবে।
লেবার কনভেনশন না মানায় ট্যাংকারকে সাময়িক নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া
নাবিকদের বেতন কম দেওয়াসহ অন্যান্য অসদাচরণের কারণে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকার এজি নেপচুনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ)।
সংস্থাটি বলেছে, মেরিটাইম লেবার কনভেনশনের (এমএলসি) কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়ার পর ট্যাংকারটিতে পরিদর্শন চালায় তারা। দেখা যায়, ট্যাংকারটির ২১ নাবিকের সঙ্গে কর্মচুক্তির শর্ত লঙ্ঘন করা হয়েছে। এছাড়া সম্মিলিতভাবে ক্রু সদস্যদের ১ লাখ ২৩ হাজার অস্ট্রেলীয় ডলার পাওনা রয়েছে বলেও প্রমাণ পাওয়া যায়।
১০ হাজার কোটি ডলার স্পর্শের দ্বারপ্রান্তে চীনের বাণিজ্য উদ্বৃত্ত
করোনাজনিত স্থবিরতা কাটিয়ে চাঙ্গা হয়েছে চীনের রপ্তানি খাত। তবে রপ্তানির তুলনায় আমদানি প্রবৃদ্ধির গতি এখনো শ্লথ। ফলে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ক্রমেই বাড়ছে। জুনে এই উদ্বৃত্ত ৯ হাজার ৭৯০ কোটি ডলারে উন্নীত হয়েছে। মে মাসে এর পরিমাণ ছিল ৭ হাজার ৮৭৬ কোটি ডলার।
কাস্টমস ডেটা অনুসারে, জুনে চীনের রপ্তানির পরিমাণ ছিল ৩৩ হাজার ১২০ কোটি ডলার, আগের বছরের একই সময়ের তুলনায় যা ১৭ দশমিক ৯ শতাংশ বেশি। অন্যদিকে জুনে আমদানি ১ শতাংশ বেড়ে ২৩ হাজার ৩৩৩ কোটি ডলারে পৌঁছেছে।
ফারো আইল্যান্ডে বার্ষিক উৎসবে বন্ধ হচ্ছে যথেচ্ছা ডলফিন শিকার
ফারো আইল্যান্ডের বার্ষিক উৎসব গ্রিন্ডাড্র্যাপ চলাকালে ডলফিন শিকারের পরিমাণ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গত বছর এই উৎসবে প্রায় দেড় হাজার ডলফিন মারা যাওয়ার পর সর্বমহল থেকে আসা সমালোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংক্ষেপে গ্রিন্ড নামে পরিচিত এই উৎসবে ফারোবাসী নৌকায় করে তিমি ও ডলফিনকে তাড়া করে উপসাগরের অগভীর অংশে নিয়ে যায় এবং সেখানে তাদের শিকার করে। কয়েকশ বছর ধরে দেশটিতে ঐতিহ্যবাহী এই উৎসব চলে আসছে।
পাম অয়েল রপ্তানিতে সাময়িকভাবে শুল্ক প্রত্যাহার ইন্দোনেশিয়ার
৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের পাম অয়েল পণ্য রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করেছে ইন্দোনেশিয়া। সাম্প্রতিক সময়ে দেশটির পাম অয়েলের মজুদ ঊর্ধ্বমুখী রয়েছে। রপ্তানি বাড়ানোর মাধ্যমে এই মজুদ স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত এই প্রচেষ্টারই অংশ।
স্থানীয় বাজারে দাম কমিয়ে আনতে চলতি বছরের ২৩ মে পাম অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রপ্তানিকারক ইন্দোনেশিয়া। টানা তিন সপ্তাহ এ নিষেধাজ্ঞা কার্যকর ছিল।
জাপানের বাণিজ্য ঘাটতিতে রেকর্ড
চলতি বছরের প্রথমার্ধে রেকর্ড উচ্চতায় উঠেছে জাপানের বাণিজ্য ঘটাতি। অর্ধবার্ষিক হিসাবে এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো দেশটির রপ্তানির চেয়ে আমদানি বেশি থাকল।
প্রথমার্ধে জাপানের আমদানি ব্যয় ছিল ৩৯ হাজার কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৩৮ শতাংশ বেশি। আলোচ্য সময়ে রপ্তানি ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ২০০ কোটি ডলার। এ হিসাবে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৫ হাজার ৭০০ কোটি ডলার। এর আগে ছয় মাসে জাপানের সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির রেকর্ড ছিল ২০১৪ সালে।
যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি চাঙ্গা, শিল্পোৎপাদনে মন্দা
জুনে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রিতে শক্তিশালী পুনরুদ্ধার লক্ষ করা গেছে। অন্যদিকে গত মাসে দেশটির শিল্পোৎপাদন কার্যক্রম টানা দ্বিতীয় মাসের মতো কমেছে।
মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, জুনে দেশটির খুচরা বিক্রি আগের মাসের তুলনায় ১ শতাংশ বেড়েছে। বছরওয়ারি হিসাবে বিক্রি বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রের কারখানাগুলোর উৎপাদন শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো দেশটির শিল্পোৎপাদন সংকুচিত হলো।
২০২১-২২ হিসাব বছরে রেকর্ড রাজস্ব আয় সুয়েজ খালের
চলতি বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে (২০২১-২২) মিশরের সুয়েজ খাল কর্তৃপক্ষের রাজস্ব আয় ৭০০ কোটি ডলারের রেকর্ড উচ্চতায় উঠেছে। আগের হিসাব বছরের তুলনায় তা ২০ দশমিক ৭ শতাংশ বেশি।
আলোচ্য সময়ে সুয়েজ খাল দিয়ে মোট পণ্য পরিবহন হয়েছে ১৩ লাখ ২০ হাজার টন। ২০২০-২১ হিসাব বছরের তুলনায় তা বেড়েছে ১০ দশমিক ৯ শতাংশ। সমাপ্ত হিসাব বছরে মোট ২২ হাজার ৩২টি জাহাজ এই খাল ব্যবহার করেছে, যা আগের হিসাব বছরের তুলনায় ১৫ দশমিক ৭ শতাংশ বেশি।
জিরো এমিশন নিয়ে গবেষণায় ডাচ্ রিসার্চ কাউন্সিলের তহবিল সহায়তা
অভ্যন্তরীণ নৌপথে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর নিয়ে গবেষণার জন্য একটি কনসোর্টিয়ামকে তহবিল সহায়তা দিয়েছে ডাচ্ রিসার্চ কাউন্সিল। যে প্রকল্পের জন্য এই সহায়তা দেওয়া হয়েছে, সেটির নাম পাথটুজিরো (পেভিং দ্য ওয়ে টুওয়ার্ডস জিরো-এমিশন অ্যান্ড রোবাস্ট ইনল্যান্ড শিপিং)।
প্রকল্পটির অধীনে জিরো এমিশনের বিভিন্ন কৌশলের কার্যকারিতা মূল্যায়ন করা হবে। এ লক্ষ্যে অভ্যন্তরীণ নৌচলাচল ব্যবস্থার একটি ভার্চুয়াল রিপ্রেজেন্টেশন তৈরি করা হবে। নিঃসরণ কমানোর নতুন প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন নীতিগত পদক্ষেপ-সবকিছুই এই গবেষণার অধীনে থাকবে।
ধর্মঘটে সমর্থন জানালেন ফেলিক্সটো বন্দরের কর্মীরা
বেতন নিয়ে বিরোধের জেরে ধর্মঘটের পক্ষে সমর্থন জানিয়েছেন ব্রিটেনের সবচেয়ে বড় কনটেইনার বন্দর ফেলিক্সস্টো-এর কর্মীরা। ইউনাইট ইউনিয়নের পক্ষ থেকে এই ঘোষণা আসার পর সাপ্লাই চেইন ঘিরে নতুন করে স্থবিরতার আশঙ্কা তৈরি হয়েছে।
ব্রিটেনে সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন শিল্প খাতে কর্মীদের বেতন বাড়ানো হলেও তা মূল্যস্ফীতির সাথে তাল মেলাতে ব্যর্থ হয়েছে। ফলে রেলওয়ে থেকে টেলিকম-সব খাতেই কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, যার প্রতিফলন হিসেবে এই ধর্মঘটের সিদ্ধান্ত।
প্রথমার্ধে শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন সংকটের মধ্যে ইউরোপে যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহ বেড়ে যাওয়ার বিষয়টি এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে বলে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে।
আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি গত বছরের দ্বিতীয়ার্ধের তুলনায় ১২ শতাংশ বেড়ে দৈনিক গড়ে ১১ দশমিক ২ বিলিয়ন ঘনফুটে (বিসিএফডি) দাঁড়িয়েছে। ইআইএ জানিয়েছে, বছরের প্রথম পাঁচ মাসে দেশটির এলএনজি রপ্তানির প্রায় ৭১ শতাংশ গিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনে।
পানামার পতাকা নিয়ে চলবে এভার অ্যালট
পানামার পতাকা বহন করে চলাচল করবে বিশ্বের সবচেয়ে বড় কনটেইনার জাহাজ এভার অ্যালট। সম্প্রতি পানামা শিপ রেজিস্ট্রি জাহাজটিকে পতাকা প্রদান করেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ২০টি জাহাজের ১৮টিই পানামার পতাকাবাহী।
বিশ্বের প্রথম জাহাজ হিসেবে ২৪ হাজার টিইইউর মাইলফলক স্পর্শ করেছে এভার অ্যালট। গত জুনে জাহাজটিকে পানিতে ভাসানো হয়। এভার অ্যালটের আগে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ছিল এভার এইস। সেটির ধারণক্ষমতা ছিল ২৪ হাজার টিইইউর সামান্য কম।