ব্যাংকে ডলার-সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল, প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের স্থানীয় মূল্য সংযোজনের অংশ পরবর্তী কর্মদিবসে নগদায়ন করতে হবে। এখন এই আয় ১৫ দিন পর্যন্ত সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে রপ্তানিকারকেরা নিজ হিসাবে ১৫ দিন পর্যন্ত ডলার ধরে রাখতে পারবেন, যা দিয়ে ব্যাক টু ব্যাক ঋণপত্রসহ অন্যান্য আমদানি দায় শোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংক বুধবার (৩ আগস্ট) এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, পরবর্তী দিনে পুরো আয় নগদায়ন করার সমস্যা হচ্ছে, এতে পরবর্তীকালে বেশি দামে ডলার কিনে আমদানি দায় শোধ করতে হয়। এতে অনেকে লোকসানের কবলে পড়ছেন।
কারণ, যে দামে ডলার বিক্রি করতে হচ্ছে, কিনতে হচ্ছে তার চেয়ে বেশি দামে। এ কারণে ১৫ দিন ডলার ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, প্রত্যাবাসিত রপ্তানি আয়ের মূল্য সংযোজনের অংশ সর্বোচ্চ ১৫ দিনের জন্য বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের সুযোগ দেওয়া হলো। এই তহবিল দিয়ে ব্যাংক রপ্তানিকারকের ব্যাক টু ব্যাক ব্যতীত অন্যান্য আমদানি দায় পরিশোধ করতে পারবে।
এর আগে গত ২৯ মে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছিল, প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের স্থানীয় মূল্য সংযোজনের অংশ পরবর্তী কর্মদিবসে নগদায়ন করতে হবে।