ইউক্রেনের বন্দর ছাড়ল খাদ্যপণ্যবাহী আরও চার জাহাজ

স্টার হেলেনা

ইউক্রেন থেকে আরও চারটি খাদ্যশস্য বোঝাই জাহাজ রপ্তানি গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। আজ রোববার (৭ আগস্ট) জাহাজগুলো একযোগে দেশটির কৃষ্ণসাগরীয় দুটি বন্দর ওডেসা ও কর্নোমর্স্ক ত্যাগ করে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কনভয় আকারে ইউক্রেন ছাড়ল খাদ্যশস্য বোঝাই একাধিক জাহাজ।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, মুস্তাফা নেকাটি, স্টার হেলেনা, গ্লোরি ও রিভা উইন্ড নামের চারটি জাহাজে মোট ১ লাখ ৭০ হাজার টন খাদ্যশস্য ও ভোজ্যতেল রয়েছে। ইস্তাম্বুলে স্থাপিত জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টারে (জেসিসি) জানিয়েছে, রোববার জাহাজগুলো বন্দর ছাড়ার অনুমতি পায়। এই জেসিসির পরিদর্শনের পর সবুজ সংকেত পেলেই জাহাজগুলো নির্ধারিত রপ্তানি গন্তব্যের পথে যাত্রা করতে পারবে।

এই নিয়ে মোট আটটি জাহাজ খাদ্যশস্য নিয়ে ইউক্রেনের বন্দর ছাড়ল। এদিকে শনিবার (৬ আগস্ট) বিদেশী পতাকাবাহী একটি জাহাজ খাদ্যশস্য বোঝাইয়ের জন্য ইউক্রেনে পৌঁছেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে সেখানে বিদেশী পতাকাবাহী জাহাজ প্রবেশের ঘটনা এটাই প্রথম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here