মিশরের সুয়েজ খালে শনিবার (৬ আগস্ট) ইতিহাসের সর্বোচ্চ ডেইলি ট্রাফিক রেকর্ড করা হয়েছে। এদিন খালটি দিয়ে ৮৯টি জাহাজ মোট ৫২ লাখ টন কার্গো নিয়ে চলাচল করেছে। এর মধ্যে ৪৪টি জাহাজ ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরের দিকে গেছে। বাকি ৪৫টি জাহাজ চলাচল করেছে বিপরীতমুখী লেনে।
জুলাইয়ে ৭০ কোটি ৪০ লাখ ডলারের রাজস্ব আয় করেছে সুয়েজ কাল কর্তৃপক্ষ। এটি তাদের ইতিহাসের সর্বোচ্চ মাসিক রাজস্ব। ২০২১ সালের জুলাইয়ের তুলনায় গত মাসে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৪ শতাংশ। সেই সময় খালটি থেকে রাজস্ব এসেছিল ৫৩ কোটি ১৮ লাখ ডলার।
গত মাসে বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথ দিয়ে মোট ২ হাজার ১০৩টি জাহাজ চলাচল করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৪৩৩টি বেশি। জুলাইয়ে খালটি দিয়ে মোট ১২ কোটি ৫১ লাখ টন কার্গো পরিবহন হয়েছে, বছরওয়ারি যা ১৮ দশমিক ২ শতাংশ বেশি।
ভূমধ্যসাগর ও লোহিত সাগরের সংযোগকারী সুয়েজ খাল মিশরের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। মোট বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্য এই আন্তর্জাতিক জলপথ দিয়ে পরিবহন করা হয়।