জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেসরকারি কনটেইনার ডিপোগুলো বিভিন্ন সেবার মাশুল বাড়াতে শুরু করেছেন। এর অংশ হিসেবে শুরুতে আমদানি পণ্যবাহী কনটেইনার পরিচালনার মাশুল ৩৪ শতাংশ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) থেকে নতুন এই মাশুল কার্যকর হয়েছে বলে জানিয়েছে বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একটি ২০ ফুট দৈর্ঘ্যের আমদানি পণ্যবাহী কনটেইনার পরিচালনা বাবদ সেবার মাশুল আগের ৯ হাজার ৭৫৪ টাকা থেকে বেড়ে হবে ১৩ হাজার ৮০ টাকা। অন্যদিকে ৪০ ফুট দৈর্ঘ্যের আমদানি পণ্যবাহী কনটেইনার পরিচালনা বাবদ সেবার ক্ষেত্রে মাশুল পূর্বের ১১ হাজার ২৫৫ টাকা থেকে বেড়ে হবে ১৫ হাজার ১০৭ টাকা।
বিকডা মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, ‘ডিপোগুলো বিভিন্ন ধরনের সেবা প্রদান করে তার মধ্যে কেবল যেসব সেবায় ডিজেল চালিত যান এবং কনটেইনার পরিবহনের যন্ত্রপাতি ব্যবহৃত হয় সেসব সেবার মাশুল বাড়ানো হয়েছে।’
শুরুতে কেবল আমদানি পণ্যবাহী কনটেইনার পরিচালনা বাবদ সেবার ক্ষেত্রে মাশুল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ডিজেল ব্যবহৃত হয় এরকম অন্য ৪টি সেবার মাশুলের ব্যাপারে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’