
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল প্রস্তুতকরণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ’ প্রকল্পের জন্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সাথে ‘ট্রানজেকশন অ্যাডভাইজার সার্ভিস অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষর করেছে। পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ ইবরাহিম এবং আইএফসির ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার নুজহাত আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শনিবার (২০ আগস্ট) চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পিপিপির চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস, নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এ সময় উপস্থিত ছিলেন।
পতেঙ্গা কনটেইনার টার্মিনালের কার্যক্রম পরিচালনা ও যন্ত্রপাতি সরবরাহ করার শর্তাবলী নিয়ে রেড সি গেটওয়ে টার্মিনালের সাথে আলোচনা করবে আইএফসি। এ জন্য লেনদেন পরামর্শক (ট্রানজেকশন অ্যাডভাইজার) হিসেবে নিয়োগ পেয়েছে আইএফসি। আলোচনা সফল হলে তখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের সঙ্গে চুক্তি করবে।