কর্মসংস্থান ও রপ্তানির গুরুত্ব বিবেচনায় পোশাক শিল্পের সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (১৯ আগস্ট) চট্টগ্রামের হোটেল রেডিসনে রপ্তানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই’র নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় সংগঠনের প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, প্রাক্তন সহসভাপতি মোহাম্মদ নাসির উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, পোশাক শিল্পের সাথে কোটি মানুষের জীবন-জীবিকা সরাসরি জড়িত। তিনি জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে এই শিল্পের সংশ্লিষ্ট সকলকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান। শিল্পের বিরাজমান সমস্যা দ্রুত সমাধানে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলে তিনি উদ্যোক্তাদের আশ্বস্থ করেন।
বৈঠকে সৈয়দ নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের দূরদর্শী নেতৃত্বে গত অর্থবছরে বাংলাদেশ ৫০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয়ের মাইলফলক অতিক্রম করেছে। কিন্তু বহির্বিশ্বে জ্বালানি সংকটের কারণে দেশে পোশাকের উৎপাদন খরচ বেড়ে গেছে। পক্ষান্তরে বিদেশি ক্রেতাগণ পোশাকের মূল্য বাড়াচ্ছে না।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে আমাদের রপ্তানির সক্ষমতা বৃদ্ধি এবং আভ্যন্তরীণ খরচ কমানোর লক্ষ্যে রপ্তানির বিপরীতে সোর্স ট্যাক্স ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫০ শতাংশ করা জরুরি।