জ্বালানি তেলের দাম বাড়ানোর পর আমদানি–রপ্তানি কনটেইনার পরিবহন ও ব্যবস্থাপনার মাশুল বাড়িয়েছিল বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা। সোমবার (২৯ আগস্ট) রাতে ডিজেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা কমানোর পর ডিপোর মাশুলও কমিয়েছে বিকডা। মঙ্গলবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে মাশুল কমানোর বিষয়টি জানিয়েছে সংগঠনটি।
ঘোষণা অনুযায়ী, রপ্তানি পণ্য ব্যবস্থাপনার মাশুল সাড়ে ৩ শতাংশ কমানো হয়েছে। অর্থাৎ বর্ধিত মাশুল ২৫ শতাংশের স্থলে এখন সাড়ে ২১ শতাংশ করা হয়েছে। একইভাবে আমদানি পণ্য ব্যবস্থাপনার মাশুল কমানো হয়েছে সোয়া ৬ শতাংশ। এ হিসাবে বর্ধিত মাশুল ৪২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৬ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।