চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মো. মাহবুবুর রহমান,(ই),পিএসসি বিএন বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কমডোর পদে পদোন্নতি পেয়েছেন। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ও কমডোর মাহবুবের স্ত্রী নাহার উন কাউসার বন্দরের সভাকক্ষে তাঁকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান, (ই), পিএসসি, বিএন ১৯৯৩ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করেন এবং ১৯৯৫ সালের ১ জুলাই ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। কম্পিট্যান্সি সার্টিফিকেট অর্জনের পর তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ছোট, মাঝারি জাহাজ ও ফ্রিগেটে ইঞ্জিনিয়ার অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
কমডোর মাহবুব চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্রাজুয়েট এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। এ ছাড়াও তিনি দেশে ও বিদেশে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছেন।
তিনি চাকুরি জীবনে বিভিন্ন স্টাফ ও প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের ট্রেনিং কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে মহাব্যবস্থাপক (প্রোডাকশন) এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডে মহাব্যবস্থাপক (জাহাজ নির্মাণ) হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পরিমন্ডলে তিনি জাতিসংঘ মিশনে মিলিটারি অবজারভার হিসাবে জর্জিয়াতে এবং জাতিসংঘের শান্তিরক্ষী কন্টিনজেন্টের সদস্য হিসাবে সাউথ সুদানে নিয়োজিত ছিলেন। চট্টগ্রাম বন্দরে যোগদানের পূর্বে তিনি পরিচালক (প্রকৌশল) হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে কমডোর মাহবুবের পরিবারে স্ত্রী নাহার উন কাউসার এবং দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছেন। অবসরে তিনি বই পড়া, সাঁতার কাটা এবং ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন।
কমডোর মাহবুব গত বছরের ২১শে নভেম্বর চট্টগ্রাম বন্দরে সদস্য (প্রকৌশল) হিসেবে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।