বিশ্বের সর্ববৃহৎ ব্লু অ্যামোনিয়া প্রডাকশন ফ্যাসিলিটি স্থাপন করছে কাতার

বিশ্বের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশ কাতার। তবে এই পরিচয়ের বাইরে গিয়ে নিজেদের জ্বালানি খাতকে বৈচিত্র্যপূর্ণ করতে চাইছে দেশটি। এরই অংশ হিসেবে ব্লু অ্যামোনিয়া উৎপাদনে নজর দিয়েছে তারা। এরই অংশ হিসেবে নতুন একটি ব্লু অ্যামোনিয়া প্রডাকশন ফ্যাসিলিটি স্থাপন করছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতারএনার্জি।

কাতারের দাবি, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ব্লু অ্যামোনিয়া ফ্যাসিলিটি। আর এটি গড়ে তোলার ক্ষেত্রে কাতারএনার্জি তাদের এলএনজি খাতের অভিজ্ঞতা কাজে লাগাবে।

ব্লু অ্যামোনিয়া প্রথাগত জাহাজে করেই পরিবহন করা সম্ভব। বিদ্যুৎ উৎপাদনে কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে এই জ্বালানির বহুল ব্যবহারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য শিল্পখাতে নিঃসরণ কমানোর উদ্যোগকে গতিশীল করার ক্ষেত্রেও ব্লু অ্যামোনিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কাতারএনার্জির নতুন এই ফ্যাসিলিটি স্থাপন করা হচ্ছে অ্যামোনিয়া-৭ প্রকল্পের অধীনে। এটি প্রতি বছর ১২ লাখ টন ব্লু অ্যামোনিয়া উৎপাদন করতে সক্ষম হবে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সেখানে উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা রয়েছে। সম্প্রতি প্রকল্পটির বিষয়ে কাতারএনার্জির সহযোগী কোম্পানি কাতারএনার্জি রিনিউয়েবল সলিউশনস ও কাতার ফার্টিলাইজার কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here