জিব্রাল্টার উপকূলে বাল্ক ক্যারিয়ার থেকে তেল ছড়িয়ে পড়েছে

জিব্রাল্টার উপকূলে গত সপ্তাহে ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত একটি বাল্ক ক্যারিয়ার থেকে তেল নিঃসৃত হয়ে সাগরের পানিতে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর শরীরে তেল লেগে থাকা কিছু সামুদ্রিক পাখির সন্ধান পাওয়া গেছে। এদিকে স্পেন ও জিব্রাল্টারের বেশ কয়েকটি সমুদ্র সৈকতে সতর্কতামূলক লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।

ব্রিটিশ টেরিটরি জিব্রাল্টারের সরকার জানিয়েছে, দুর্ঘটনার শিকার ওএস-৩৫ ট্যাংকারটি থেকে এরই মধ্যে সব হেভি ফুয়েল অয়েল সরিয়ে ফেলা হয়েছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই জ্বালানি তেল পাম্প করে অপসারণ করা শুরু করে। তবে ড্রোন ফুটেজে দেখা গেছে, জাহাজটিকে ঘিরে যে ভাসমান বুম স্থাপন করা হয়েছে, তার বাইরেও কিছু তেল ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই তেল ছড়িয়ে পড়া অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এখন পর্যন্ত ট্যাংকারটির আশেপাশের এলাকা থেকে ১২ টন তেল ও পানির মিশ্রণ অপসারণ করা হয়েছে। এছাড়া উপকূলীয় রেখা বরাবর অঞ্চল থেকে তেল অপসারণের জন্য লোকবল নিয়োগ করা হয়েছে।

গত মঙ্গলবার একটি এলএনজি ক্যারিয়ারের সঙ্গে ধাক্কা লাগে ওএস-৩৫-এর। এ সময় বাল্ক ক্যারিয়ারটিতে ইস্পাত বার ও ৪০০ টন জ্বালানি তেল ছিল। দুর্ঘটনার পর জাহাজটি থেকে হেভি ফুয়েল অয়েল নিঃসৃত হয়ে সাগরের পানিতে ছড়িয়ে পড়তে শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here