নতুন সুযোগ উন্মোচনে বাংলাদেশ-ভারত ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর আহ্বান

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের পোশাক ও বস্ত্র রপ্তানিকারকরা যাতে বাণিজ্যের নতুন সুযোগগুলো উন্মোচন করতে পারেন, সেজন্য দুদেশের ব্যবসায়িক যোগাযোগ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

রবিবার (৪ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে ক্লদিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (সিএমএআই) চিফ মেন্টর রাহুল মেহতার সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন এবং সিএমএআইয়ের জেনারেল সেক্রেটারি এবং সাব-কমিটি অব সিএমএআই ফ্যাব শোর চেয়ারম্যান নভীন সাইনানী।

তারা পোশাক শিল্পসংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষ করে উভয় দেশে পোশাক শিল্পের উন্নয়নে কীভাবে বাংলাদেশ ও ভারত একে অপরের পরিপূরক হিসেবে সম্ভাব্য সহযোগিতা প্রদান করতে পারে, তা নিয়ে আলোচনা করেন।

সিএমএআইয়ের পক্ষ থেকে রাহুল মেহতা বিজিএমইএ সদস্যদের ১৯-২১ সেপ্টেম্বর ভারতের মুম্বাইতে অনুষ্ঠিতব্য ফ্যাবিক্স অ্যাকসেসরিজ অ্যান্ড বিয়ন্ড দ্য সিএমএআই ফ্যাব শোতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

ফারুক হাসান বলেন, এ প্রদর্শনী উভয় দেশের প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের কাছাকাছি নিয়ে আসবে। পারস্পরিক বাণিজ্য সুবিধা অর্জনের পথ প্রশস্ত করবে। বাংলাদেশী পোশাকরপ্তানিকারকরা বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পোশাক শিল্পের সম্ভাবনা ও শক্তি তুলে ধরতে সক্ষম হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here