জ্বালানি রূপান্তরে বিশেষ তহবিল গঠন করছে সিএমএ সিজিএম

পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের উদ্যোগকে গতিশীল করার লক্ষ্যে ১৫০ কোটি ডলারের একটি বিশেষ তহবিল গঠন করছে ফরাসি কনটেইনার পরিবহন ও শিপিং গ্রুপ সিএমএ সিজিএম। তহবিলটির নাম দেওয়া হয়েছে ‘স্পেশাল ফান্ড ফর এনার্জিস’।

আগামী পাঁচ বছরে এই তহবিলে উপরিল্লিখিত পরিমাণ অর্থ সরবরাহ করা হবে। এই অর্থ দুটি উদ্দেশ্য পূরণে কাজে লাগানো হবে। প্রথমত, ২০৫০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে গ্রুপের সব কার্যক্রমে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করা। দ্বিতীয়ত, নিঃসরণ কমিয়ে আনার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর সমাধান খুঁজে বের করার লক্ষ্যে অন্যান্য করপোরেশন ও গবেষকদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করা।

কেবল যে তহবিলই গঠন করবে সিএমএ সিজিএম, তা নয়। এটি পরিচালনার জন্য পৃথক একটি ব্যবস্থাপনা টিমও গঠন করবে তারা। আগামী মাসে এই তহবিল আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here