ট্রানজিটের পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

ট্রানজিটের পণ্যবাহী জাহাজ এমভি ট্রান্স সামুদেরা

ভারত ও বাংলাদেশের ট্রানজিট চুক্তির আওতায় আরেকটি পরীক্ষামূলক চালান কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ট্রানজিটের এক কনটেইনার পণ্যসহ এমভি ট্রান্স সামুদেরা নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ভিড়ে। এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) জাহাজটি কলকাতা থেকে রওনা দিয়েছিল।

২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্টকে অব গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া’ চুক্তির আওতায় এ চালান আসছে। যা সড়ক পথে শ্যাওলা (সিলেট)- সুতারকান্দি (ভারত) স্থলবন্দর দিয়ে আসাম নেওয়া হবে।

২০২০ সালে এমভি সেঁজুতি জাহাজে কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ট্রানজিটের চার কনটেইনার পণ্য এসেছিল। গত মাসে মোংলা বন্দর দিয়ে ট্রানজিটের আরেকটি সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here