যুক্তরাষ্ট্রে খুচরা আমদানির পূর্বাভাস কমিয়েছে এনআরএফ

চলতি বছরের শেষ পাঁচ মাসের জন্য যুক্তরাষ্ট্রের খুচরা আমদানির পূর্বাভাস কমিয়েছে ন্যাশনাল রিটেইল ফেডারেশন (এনআরএফ)। এছাড়া পুরো বছরে আমদানির পরিমাণ ২০২১ সালের তুলনায় বাড়ার কথা জানালেও প্রবৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়েছে তারা। এর পেছনে দুটি বিষয়কে মূল কারণ হিসেবে উল্লেখ করেছে এনআরএফ-অব্যাহত মূল্যস্ফীতি ও ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা।

এনআরএফের গ্লোবাল পোর্ট ট্র্যাকার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে পুরো বছরে যুক্তরাষ্ট্রের কনটেইনার বন্দরগুলো দিয়ে খুচরা আমদানি দাঁড়াতে পারে ২ কোটি ৬১ লাখ টিইইউ। গত আগস্টে দেওয়া পূর্বাভাসের তুলনায় তা প্রায় ১ শতাংশ বা ২ লাখ টিইইউ কম। তবে পূর্বাভাস কমলেও পুরো বছরের আমদানি ২০২১ সালের ২ কোটি ৫৮ লাখ টিইইউর তুলনায় ঠিকই বেশি থাকবে। এনআরএফের হিসাব অনুযায়ী, ২০২২ সালে বছরওয়ারি ১ দশমিক ২ শতাংশ বেশি থাকবে যুক্তরাষ্ট্রের খুচরা আমদানি।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি ২০২১ সালের তুলনায় ৬-৮ শতাংশ বেশি থাকতে পারে। বছরের প্রথম সাত মাসে এই বিক্রি বেশি ছিল ৬ শতাংশ।

এখন পর্যন্ত এনআরএফ মাসভিত্তিক চূড়ান্ত তথ্য প্রকাশ করেছে গত জুলাই মাসের। তাতে দেখা গেছে, জুলাইয়ে যুক্তরাষ্ট্রের খুচরা আমদানি ২১ কোটি ৮০ লাখ টিইইউতে নেমে এসেছে। চলতি বছর এটি ছিল দেশটির খুচরা আমদানিতে প্রথম মাসওয়ারি পতন।

এনআরএফ ধারণা করছে, বছরের বাকি পাঁচ মাসেই এই আমদানিতে মাসওয়ারি পতন দেখা যেতে পারে। আগস্ট-ডিসেম্বর মেয়াদে মোট ১ কোটি ৪ লাখ ২০ হাজার টিইইউ আমদানির পূর্বাভাস দিয়েছে তারা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ এবং সর্বশেষ পূর্বাভাসের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here