বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ভারতের বাজারে প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ভারতীয় আমদানিকারকদের বাংলাদেশী পণ্যগুলোর দিকে দৃষ্টি দিতে আমন্ত্রণ জানাই। বিশেষ করে যেসব পণ্য তারা দূরের দেশগুলো থেকে উচ্চমূল্যে আমদানি করছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত উচ্চপর্যায়ের এক ব্যবসায়িক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রবাহের মোট পরিমাণ ছিল ১৩৭ কোটি ৩ লাখ ৫৭ হাজার ডলারের বেশি, যেখানে ভারতের এফডিআই ১ কোটি ৫৭ লাখ ৫১ হাজার ডলার, যা এফডিআই প্রবাহের মাত্র ১ দশমিক ১৫ শতাংশ।

তিনি বলেন, নিশ্চিতভাবেই দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগের সুবিধা অর্জনের উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী সম্প্রদায় ও বাণিজ্য সংস্থাগুলোকে সম্পৃক্ত করার মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো সম্প্রসারণ করতে হবে। বাংলাদেশকে বিনিয়োগের ক্ষেত্রে এ অঞ্চলের সবচেয়ে উদার দেশ হিসেবে বর্ণনা করে ভারতীয় বিনিয়োগকারীদের এ দেশের অবকাঠামো, শিল্প-কারখানা, জ্বালানি ও পরিবহন খাতে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে অবকাঠামো, প্রকল্প, শিল্প-কারখানা, জ্বালানি ও পরিবহন খাতে সম্ভাব্য বিনিয়োগ বিবেচনা করতে অনুরোধ করব। তারা কম সময়ে, সাশ্রয়ী ব্যয় ও স্বল্প সম্পদে উৎপাদিত পণ্য বিক্রির নিশ্চয়তাসহ বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় বিনিয়োগকারীদের জন্য মোংলা ও মিরসরাইতে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে। আমি আজ এখানে উপস্থিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সেখানে বিনিয়োগের অনুরোধ করব। ভৌগোলিকভাবে বাংলাদেশের সুবিধাজনক অবস্থানের কারণে ভারতীয় বিনিয়োগকারীরা তাদের পণ্য শুধু ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতেই নয়, নেপাল, ভুটান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও রপ্তানি করতে সক্ষম হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here