সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অবস্থানগত কারণে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের কিছু ব্যস্ত বন্দর ও চ্যানেল তিমির আবাসস্থলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাগরে চলাচলরত জাহাজের সাথে ধাক্কা লেগে তিমি মৃত্যুর হারও বেড়েছে। এই পরিস্থিতিতে বাণিজ্যিক সমুদ্র পরিবহন খাত বিপদাপন্ন তিমির সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হয়েছে।
এই উদ্যোগে যোগ দিয়েছে বিশ্বের বৃহত্তম কনটেইনার পরিবহন প্রতিষ্ঠান মেডিটারেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি)। সম্প্রতি কোম্পানিটি ঘোষণা দিয়েছে, নীল তিমিসহ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটির অন্যান্য প্রজাতির সুরক্ষায় তারা শ্রীলংকা উপকূলে জাহাজ পরিচালনার গতিপথ নতুন করে নির্ধারণের কার্যক্রম শুরু করেছে। এক্ষেত্রে তারা সমুদ্রবিজ্ঞানী ও খাতসংশ্লিষ্ট অন্যদের পরামর্শ বিবেচনায় নিচ্ছে। এমএসসির নতুন রুটটির অবস্থান বাণিজ্যিক জাহাজগুলোর বিদ্যমান ট্রাফিক সেপারেশন স্কিম (টিএসএস) থেকে আরও ১৫ নটিক্যাল মাইল দক্ষিণে।
বিশ্বের অন্যতম ব্যস্ত একটি শিপিং রুট হলো শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় উপকূল। একই সঙ্গে অঞ্চলটি বিপুল সংখ্যক তিমি ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থলও। গবেষণায় দেখা গেছে, রুটটি বর্তমান অবস্থান থেকে ১৫ নটিক্যাল মাইল দক্ষিণে সরানো হলে নীল তিমির মৃত্যু ঝুঁকি ৯৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।